২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৩৫, গণিত

অনুশীলনী- ২.১
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনী- ২.১’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩। কোনো দ্রব্যে মুনাফা হবে নিচের কোন শর্তে?
(ক) ক্রয়মূল্য > ক্রয়মূল্য
(খ) ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
(গ) বিক্রয়মূল্য = বিক্রয়মূল্য
(ঘ) বিক্রয়মূল্য = ক্রয়মূল্য
৪। বিক্রয়মূল্য < ক্রয়মূল্য হলে নিচের কোনটি ঘটে?
(ক) মুনাফা (খ) ক্ষতি
(গ) সমান সমান (ঘ) ঋণ
৫। মুনাফা বা ক্ষতি কোনোটিই হয় না কখন?
(ক) বিক্রয়মূল্য > ক্রয়মূল্য
(খ) ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
(গ) বিক্রয়মূল্য = ক্রয়মূল্য
(ঘ) ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
৬। মুনাফা বা ক্ষতি নিচের কোনটির উপর নির্ভর করে?
(ক) ক্রয়মূল্য
(খ) বিক্রয়মূল্য
(গ) আনুষঙ্গিক খরচ
(ঘ) উপরের সবগুলো
৭। মুনাফা?
(ক) বিক্রয়মূল্য ী ক্রয়মূল্য
(খ) বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
(গ) ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
(ঘ) বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
৮। ক্ষতি =?
(ক) বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
(খ) ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
(গ) বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
(ঘ) ক্রয়মূল্য ী বিক্রয়মূল্য
৯। একটি বইয়ের ক্রয়মূল্য ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১৩৫ টাকা হলে লাভ কত?
(ক) ১০ টাকা
(খ) ৩৫ টাকা
(গ) ২৫ টাকা
(ঘ) ১০০ টাকা
১০। একটি ঘড়ি ৮ % লাভে বিক্রি করা হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
(ক) ৯২ টাকা
(খ) ১০৮ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ১৬ টাকা
উত্তর : ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. ক।


আরো সংবাদ



premium cement